Friday, July 20, 2012

তাঁর হাতে সোনা ফলেছে

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যখন খবর পাই, বন্ধু হুমায়ূন আহমেদ আর নেই, তখন বিশ্বাস করতে পারছিলাম না। এত অল্প বয়সে তিনি চলে গেলেন! মেনে নিতে পারছি না এখনো। প্রচণ্ড আঘাত পেলাম। হুমায়ূন ছিলেন আমার ছোট। কিন্তু আমরা মিশতাম বন্ধু হিসেবে। খুব আড্ডাপ্রিয় ছিলেন হুমায়ূন আহমেদ। ছিলেন সুরসিক। আমি যখন ঢাকা যেতাম, তখন ছুটে যেতাম ওর নুহাশপল্লীতে। জমিয়ে আড্ডা মারতাম। মনে আছে, ওখানের সুইমিং পুলেও আমরা একসঙ্গে সাঁতার কেটেছি। নিউইয়র্কে অবস্থানকালীনও আমরা আড্ডা মেরেছি। আড্ডা মেরেছি হুমায়ূন কলকাতায় এলেও। তিনি ছিলেন আমার একজন ভালো বন্ধু। এত অল্প বয়সে তিনি চলে যাবেন, ভাবতেই পারিনি।... [...]
Read More... [Source: Prothom Alo | Most popular bangla daily newspaper RSS - Posted by FreeAutoBlogger]